সাম্প্রতিক লেখা সমূহ
-
April 29, 2020
Let's play with Django User model
একটা এপ্লিকেশন সেটা ছোট বা বড় হোক না কেন, সেই এপ্লিকেশন কেউ না কেউ কন্ট্রোল করে। যেমন ধরুন একটা ব্লগ সাইটের কথাই বিবেচনা করি। কেউ একজন আছে যে ব্লগের “কোন এক জায়গা” ব্যবহার করে ব্লগের কন্টেন্ট পোষ্ট করে থাকেন। এই “কোন এক জায়গা” কে আমরা সাধারণত বলে থাকি এডমিন পোর্টাল। ব্লগের এই এডমিন প্যানেলে তো আর যে কেউ চাইলেই ঢুকতে পারা উচিত না, কারণ যদি ঢুকতে পারে তাইলে মহা বিপদ!তাই না?
-
July 25, 2019
Mean, Median & Mode (বিখ্যাত তিনজন তারকার গল্প)
পরিসংখ্যানের দুনিয়ায় দুইটা চমকপ্রদ শব্দ হচ্ছে পপুলেশন এবং স্যাম্পল। বলতে গেলে পরিসংখ্যানের দুনিয়াটা শুরুই হয় এদের দিয়ে। এরা গলাগলি করে জীবন যাপন করে। বলতে পারেন কাউকে ছাড়া কেউ বাঁচবে না এই টাইপ। চলুন, দেখা যাক কি কারণে এদের মধ্যে এত ভালবাসা।
-
July 03, 2019
Stack এবং ২০টা প্লেটের বাক্সের গল্প
Stack এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, লিনিয়ার একটা টেকনিক্যাল শব্দ তার সাথে ডাটা আবার তার স্ট্রাকচার… ওয়েট ওয়েট ওয়েট!! এক এক করে বুঝার ট্রাই করি।
-
June 27, 2019
Data Levels of Measurement
আমরা সবাই মোটামুটি ভ্যারিয়েবল নামক শব্দটা চিনি। তো ভ্যারিয়েবল দিয়ে আসলে কি করে? ভ্যারিয়েবলে ভ্যালু জমা রাখা হয়। যেমন x = 5 বা x = 6 । ধরলাম এই x কারো উচ্চতা নির্দেশ করে। আবার ধরি x = আমেরিকান বা x = বাংলাদেশি। এখানে আবার এই ভ্যারিয়েবল কারো জাতীয়তা নির্দেশ করে। আবার ধরলাম x = প্রথম বা x = দ্বিতীয়।