প্রোগ্রামার | তথ্য উত্সাহী

আমার সম্পর্কে

আমি মোঃ নাজমুল হাসান , পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার। জন্ম এবং বড় হওয়া সুনামগঞ্জে। পড়াশুনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি গণিতে অনার্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে সেকেন্ড মেজর সম্পন্ন করেছি। একটা ভাল লাগা থেকে প্রোগ্রামিং এর শুরু এবং ধীরে ধীরে আজকের এই অবস্থা। এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার বিশ্ববিদ্যালয়ের যেখানে আমি গণিতের পাশাপাশি সেকেন্ড মেজর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছি। প্রোগ্রামিং এর পাশাপাশি আমি সাইকেল চালাতে খুব পছন্দ করি। সফটওয়্যার ডেভেলপার হিসাবে আমার ক্যারিয়ারের শুরু ২০১৮ সালে। বর্তমানে আমি Strativ AB নামক প্রাইভেট সফটওয়ার ফার্মে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। প্রোগ্রামিং এর পাশাপশি ডাটা এনালাইসিস এবং মেশিন লার্নিং মডেল তৈরি করা আমার পছন্দের কাজ। আজকের এই পর্যন্ত আমি আসতে পেরেছি তার পিছনে অনেক বড় অবদান আমার মায়ের। আমার মা ছাড়াও আমার এই অল্প ক্যারিয়ার বয়সে আমি কিছু দারুণ মানুষের সান্নিধ্য পেয়েছি। যাদেরকে আমি সব সময় মনে রাখি এবং রাখতে চাই। তারা হলেন রিফাত ভাইয়া, নিউটন ভাইয়া, রিমা আপু, উৎসব ভাই। উনাদের কারো সাথে খুব কম সময় অতিবাহিত করেছি আবার কারো সাথে খুব ভাল সময় কাটিয়েছি। কিন্তু জীবনে এই চারজনের কাছ থেকে শিখেছি সবচেয়ে বেশি।

প্রোগ্রামিং নিয়ে লেখালেখি করার ইচ্ছাটা অনেক আগের। বলা যায় আলসেমি করেই কখনো শুরু করা হয় নি। লিখার এই সুযোগটা পাওয়ার পিছনে উৎসব ভাইয়া দায়ী। সবাই দোয়া রাখবেন।